ফের খুন হাজারিবাগে!

NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে হাজারিবাগে। নিহত কুমার গৌরব। পেশায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM।

author-image
Jaita Chowdhury
New Update
Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন।  নিহত কুমার গৌরব NTPC-র ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়ার পথে গুলি করে খুন হন ডেপুটি জেনারেল ম্যানেজার। ঝাড়খণ্ডের হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM। তাঁর কর্মস্থল ছিল হাজারিবাগের কেরেদারিতে। হাজারিবাগ থেকে ফাতাহার দিকে যাচ্ছিলেন NTPC-র ওই আধিকারিক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে বা কারা, খুন করল, খতিয়ে দেখছে হাজারিবাগ থানার পুলিশ।

Hooghly Murder
ফাইল চিত্র