/anm-bengali/media/media_files/2025/12/06/anirban-chakraborty-2025-12-06-13-16-53.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, যাঁকে দর্শকের কাছে ‘একেনবাবু’ হিসেবেই বেশি চেনা হয়, শনিবার সকালে টালিগঞ্জে একটি দুর্ঘটনার শিকার হন। টালিগঞ্জ থেকে চারুমার্কেটমুখী রাস্তায় সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি বাস। ধাক্কায় অনির্বাণের গাড়ির কাচ ভেঙে যায় এবং পিছনের দিকের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ এগিয়ে এসে সাহায্য করেন। অনির্বাণ জানান, হঠাৎই একটি গাড়ি তাঁর গাড়ির সামনে চলে আসায় চালক ব্রেক কষতে বাধ্য হন। ঠিক সেই সময়ই পিছন থেকে দ্রুতগতিতে এসে বাসটি গাড়িতে ধাক্কা মারে। অভিনেতা বলেন, বাসের চালক প্রথমে বিষয়টিকে হালকা করে দেখাতে চাইলে তিনি প্রতিবাদ করেন এবং ঘটনাস্থল থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
টালিগঞ্জ থানার পুলিশ প্রথমে এসে বাসটিকে আটক করে। পরে অনির্বাণকে চারুমার্কেট থানায় নিয়ে গিয়ে এফআইআর দায়ের করা হয়। তাঁর গাড়িটি সেখানেই রাখা হয়েছে। স্থানীয় মানুষজন ও পুলিশ তাঁকে যথেষ্ট সাহায্য করেছেন বলেই জানালেন অভিনেতা। তবে তিনি আশ্বস্ত করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনও চোট পাননি।
অনির্বাণ চক্রবর্তী বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ। তাঁর উপর দুর্ঘটনা নেমে আসতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। তবে তিনি নিরাপদ থাকায় ভক্তরাও স্বস্তি পেয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us