/anm-bengali/media/media_files/61GKVnhbitGn5bHy4Jhv.jpg)
নিজস্ব স্নগবাদ্দাতাঃ আরজি কর ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার বিচারের দাবিতে আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
#WATCH | Shyambazar, Kolkata: Aniket Mahato, a junior doctor at RG Kar College and Hospital, says, "Our agitation so far centred around only one agenda, and that was justice for Abhaya... It has been 10 days since we met with the Chief Secretary concerning our safety and security… https://t.co/GXjJq4eUX3pic.twitter.com/sfOYQK1PSV
— ANI (@ANI) September 29, 2024
আরজি কর কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, "এতদিন আমাদের আন্দোলন একটাই অ্যাজেন্ডাকে কেন্দ্র করে ছিল, আর তা ছিল অভয়ের জন্য ন্যায়বিচার। হাসপাতালগুলোতে আমাদের সুরক্ষা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর ১০ দিন হয়ে গেল, কিন্তু আমাদের দাবি অনুযায়ী মুখ্যসচিব যে নির্দেশ দিয়েছেন তাতে কোনও পদক্ষেপ হতে দেখিনি। সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে যদি আমরা ফলপ্রসূ কিছু পাই তবে আমরা এটি পুনর্বিবেচনা করব, অন্যথায়, আমরা সম্পূর্ণ বাজেয়াপ্ত করব। আমরা ২ অক্টোবর গণসমাবেশ করেছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us