নিজস্ব সংবাদদাতা: হুগলিতে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করতে এলেন অমিত শাহ। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যেদিন প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিল করেছেন। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়রা রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা'।
/anm-bengali/media/media_files/rRdxjWumTzajBtn12H6g.jpg)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)