/anm-bengali/media/media_files/2025/11/04/whatsapp-image-2025-11-04-at-1-2025-11-04-11-06-59.jpeg)
MISSING
নিজস্ব সংবাদদাতা : নিখোঁজ হওয়া ব্যক্তির নাম শ্যামল কান্তি ঘোষ। বয়স প্রায় ৭৫ বছরের কাছাকাছি। গতকাল নিজের ছেলের সঙ্গে ডাক্তারকে রিপোর্ট দেখাতে গিয়েছিলেন কলকাতার অ্যাপোলো গ্লেনিগেলস হসপিটালে। বাবাকে পেসেন্ট ওয়েটিং এরিয়াতে বসিয়ে রেখে নিজেই ডাক্তারকে রিপোর্ট দেখাতে যান ছেলে। কিন্তু ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে যখন তিনি ফের নিজের বাবার কাছে ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে পেসেন্ট ওয়েটিং এরিয়াতে ওনার বাবা আর বসে নেই। অ্যালঝাইমার আক্রান্ত পিতাকে যথাস্থানে না দেখতে পেয়েই মাথায় হাত পরে যায় ছেলের। এরপরেই খোঁজ খোঁজ রব ওঠে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে (CCTV FOOTAGE) দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুক্ষন বসে থাকার পর একসময় নিজেই নিজের স্থান ত্যাগ করে হাসপাতাল থেকে বেরিয়ে যান শ্যামল কান্তি ঘোষ। কিন্তু তিনি কোথায় গেছেন সেই বিষয়ে কোনও হদিস মেলেনি। যেহেতু তিনি অ্যালঝাইমার রোগে আক্রান্ত তাই ওনার পক্ষে নিজে থেকে নিজের বাড়ি পৌঁছানো বা পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করাও সম্ভব নয়। আর এই বিষয়গুলি নিয়েই চিন্তায় রয়েছেন পরিবারের সমস্ত সদস্যরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/04/whatsapp-image-2025-11-04-a-2025-11-04-11-06-21.jpeg)
ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মিসিং রিপোর্ট লেখানো হয়েছে। জায়গায় জায়গায় ওনার ছবি দিয়ে বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। সুস্থভাবে আবার তিনি নিজের বাড়িতে ফিরে আসুন,পরিবারের সমস্ত সদস্যদের আশা শুধুমাত্র এইটুকুই।
আপনারাও যদি এই ব্যক্তির কোনও সন্ধান দিতে পারেন বা এনার সম্পর্কে কোনও জরুরি তথ্য আপনাদের কাছে থেকে থাকে, তাহলে এই ফোন নম্বরগুলির মাধ্যমে এনার পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করুন - ১. 7022151240, ২. 9535270356, ৩. 8777658364
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us