কৃত্রিম বুদ্ধমত্তার পথে রাজ্য পুলিশ! ভবানী ভবনে গঠন হচ্ছে বিশেষ AI সেল

নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিজি পদমর্যাদার আধিকারিক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
artificial_intelligence_machine_learning_network_thinkstock_671750598-100724432-orig

File Picture

নিজস্ব সংবাদদাতা: সময়ের সঙ্গে পাল্লা দিতে এবার প্রযুক্তিকেই সঙ্গী করছে রাজ্য পুলিশ। আধুনিক তদন্ত ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence বা AI) ব্যবহারের পথে হাঁটছে বাংলা পুলিশ। শুক্রবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন ডিজি রাজীব কুমার। জারি করা হয়েছে নির্দেশিকাও।

সূত্রের খবর, রাজ্য পুলিশের মধ্যে একটি বিশেষ "AI সেল" গঠন করা হচ্ছে, যার নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিজি পদমর্যাদার আধিকারিক। তিনিই হবেন সেলের চেয়ারম্যান। তাঁর অধীনে থাকবেন আইজি, ডিআইজি ও এসপি পদমর্যাদার অফিসাররা, যাঁরা সেলের বিভিন্ন দফতরের কাজের সমন্বয়, ডকুমেন্টেশন এবং অগ্রগতির তদারকি করবেন।

শুধু পুলিশ নয়, প্রযুক্তিবিদদেরও অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পে। জানা গিয়েছে, দু’জন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ থাকবেন পুলিশের এই AI সেলে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ, মূল্যায়ন এবং নীতি নির্ধারণে পরামর্শ দেবেন। প্রয়োজনে অতিরিক্ত বিশেষজ্ঞ ও প্রযুক্তি পরামর্শদাতাও নিয়োগ করা হবে।

ai

এই সেলের প্রশাসনিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন ডিজি রাজীব কুমার নিজে, এবং ভবানী ভবনেই স্থাপন করা হবে সেলের মূল কার্যালয়। রাজ্য সরকার এর জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে।

প্রতি দু’সপ্তাহ অন্তর অনুষ্ঠিত হবে সেলের নিয়মিত বৈঠক। সেখান থেকেই নির্ধারিত হবে — রাজ্য পুলিশের তদন্ত, নীতি প্রণয়ন, কৌশলগত উন্নয়ন এবং প্রশাসনিক সিদ্ধান্তে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও, পুলিশের ব্যবস্থায় AI ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি নীতিমালা তৈরির দায়িত্বও দেওয়া হবে এই সেলকে। পাশাপাশি, রাজ্য পুলিশের বিভিন্ন শাখার আধিকারিকদের AI সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও ওয়ার্কশপ আয়োজনের দায়িত্বও এই সেলের উপরেই থাকবে।