অবৈধ ভোটারদের কোনওভাবেই রাখা হবে না ! SIR প্রসঙ্গে ফের গর্জে উঠলেন অগ্নিমিত্রা পাল

কি বললেন অগ্নিমিত্রা পাল ?

author-image
Debjit Biswas
New Update
agnimitraa paull.jpg

নিজস্ব সংবাদদাতা : SIR প্রসঙ্গে ফের একবার গর্জে উঠলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,''যারা প্রকৃত ভোটার, তাদের সরানো হবে না। যারা ভারতের নাগরিক, তাদের ধর্ম নির্বিশেষে (ভোটার তালিকা থেকে) সরানো হবে না, কিন্তু যারা ভারতের বাসিন্দা নন, যারা বাইরে থেকে এসেছেন, তাদের আমরা (ভোটার তালিকায়) থাকতে দেব না। এটাই আমরা বলছি। "

agnimitra