/anm-bengali/media/media_files/BI7dX4lYpZvp3ELCVnWc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'ক্যাশফরকোয়েরি' মামলায় বড় বিপাকে পড়েছেনতৃণমূলসাংসদমহুয়ামৈত্র (Mahua Moitra)। সাংসদেরবিরুদ্ধেসিবিআইতদন্তশুরুকরে দিয়েছে। এদিকে এই তদন্তপ্রসঙ্গেএবার রীতিমতো বোমা ফাটালেনবিজেপিবিধায়কঅগ্নিমিত্রাপল (Agnimitra Paul)। তিনিবলেন, "আমরাজানতামযেএটিঘটবেকারণযিনিনগদেঘুষনিয়েদেশেরনিরাপত্তারসঙ্গেখেলছেন, তাঁরবিরুদ্ধেসিবিআইতদন্তকরবে।মহুয়ামৈত্রএমনএকজনেরসাথেতারপাসওয়ার্ডশেয়ারকরেদেশেরনিরাপত্তানিয়েখেলেছেনযাকেতারশেয়ারকরারকথাছিলনা।আরএইব্যক্তিদুবাইয়েরনাগরিক, ভারতেরনয়।এবংআমরাযাশুনেছিতাতিনিনগদঅর্থেরপরিবর্তেনিয়েছেন।স্পিকারেরঅনুমতিছাড়াইতিনি১৪বারআন্তর্জাতিকভ্রমণকরেছেন।কোথাথেকেএলোএইটাকা? তাকেজবাবদিতেহবে।তিনিবলছেন, এখনসিবিআইতাঁর জুতো গুনবে।হ্যাঁ।অবশ্যই।আপনারজুতোআমাদেরজুতারমতোনয়। আমাদেরমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়তাকেসমর্থনকরছেন।ভারতেরবিরুদ্ধেযা-ইহোকনাকেন, ভারতেরজনগণেরবিরুদ্ধেযা-ইহোকনাকেন, মমতাবন্দ্যোপাধ্যায়তারপক্ষে।এটালজ্জারবিষয়।“
#WATCH | On CBI initiating inquiry against TMC MP Mahua Moitra in 'Cash For Query' case, West Bengal BJP MLA Agnimitra Paul says, "We knew this would happen because someone who has played with the security of the nation by taking bribes in cash and kind will be investigated by… pic.twitter.com/gtMQ1Bjmnp
— ANI (@ANI) November 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us