/anm-bengali/media/media_files/jtKBllMm9pWuHOmqoQKU.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকেই ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সারারাত ত্রিপলের নীচে তো কখনও খোলা আকাশের নীচে কাটিয়েছেন তারা। আজ সকালেও কমেনি এতোটুকু প্রতিবাদের ভাষা। সকাল থেকেই উই ওয়ান্ট জাস্টিসের নাড়া দিচ্ছেন ডাক্তাররা। আর এরই মধ্যে অবস্থান স্থলে হঠাৎই পৌঁছে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। যার জন্যে সেখান থেকে শুনতে হল ‘গো-ব্যাক’ স্লোগান।
/anm-bengali/media/media_files/9JxMaORdC5wKOYiYAt9i.png)
তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান তোলেন চিকিৎসকেরা। এমনই অবস্থা হয় যে সেখান থেকে হেঁটেই বিজেপির দলীয় কার্যালয়ে চলে যান অগ্নিমিত্রা। যদিও বিজেপি নেত্রী বলছেন, তিনি কোনও রাজনৈতিক রঙ লাগাতে যাননি। তিনি ‘দিদি’ হিসেবে সমর্থন করেন তাঁদের এই প্রতিবাদ। যেহেতু রাস্তা বন্ধ তাই তিনি হেঁটে ধর্না মঞ্চের সামনে দিয়ে আসছিলেন। কিন্তু চিকিৎসকেরা ভেবেছেন যে তিনি রাজনীতির জন্যে এসেছেন, তাই তারা প্রতিবাদ দেখিয়েছেন। তবে এমনটা কিছুই নয়।
/anm-bengali/media/media_files/hpG9B6kz1VRWXmGOw72V.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us