নিজস্ব সংবাদদাতা: ফের কর্মবিরতিতে চালু করতে পারেন জুনিয়র চিকিৎসকরা। এবার পূর্ণ কর্মবিরতির ডাক ও সেই সঙ্গে আরও তীব্রতর আন্দোলন করার হুঁশিয়ারি।
ঘটনার সূত্রপাত, শুক্রবার রাতে সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর পরিজনদের হাতে আঘাতপ্রাপ্ত হলেন জুনিয়র চিকিৎসক-সহ কয়েকজন স্বাস্থ্য কর্মী। অভিযোগ ওঠে যে শুধু মারধর করা নয়, 'আর জি কর করে দেওয়ার' হুঁশিয়ারিও নাকি দেওয়া হয় কর্তব্যরত এক জুনিয়র মহিলা ডাক্তারকে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই সাগর দত্তে কর্মবিরতি শুরু করেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। শনিবার হাসপাতালে গেছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ দফতরের অন্যান্য কর্তারা। আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। ছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরাও। পরে নিরাপত্তার প্রশ্ন তুলে প্রশাসনকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিলেন তাঁরা।
প্রশাসনিক বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করে দিলেন যে সোমবার বিকেলের মধ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসন নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারলে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করে দেবেন তাঁরা। সোমবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।