'কেষ্ট গেছেন, পার্থবাবু গেছেন এবার মমতার সময় এসে গেছে'!

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার মমতার পালা, এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata para.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দত্তপুকুরের বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে সরব দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, 'সবার চোখের সামনে দিয়ে দত্তপুকুর দিয়ে বাজি যেত। দুধের গাড়িতে করে বাজি যেত বস্তা বস্তা। পুলিশকে বললে পুলিশ চমকাতো, কারণ তারা টাকা নিয়ে গাড়ি পার করত। এটা সবাই জানত। শুধু তৃণমূলের লোকেরা জানে না। আর সরকার জানে না। আজ তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এখানকার খবরা খবর নেওয়া দেওয়া আলোচনা করা উনার দায়িত্ব'। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'ওঁর দলের একটা পরম্পরা আছে, তারা জেলে যান। বিদেশ যান না। কেষ্ট গেছেন, পার্থবাবু গেছেন এবার ওনার সময় এসে গেছে। আমরা বলছি যদি আপনি চুরি না করে থাকে তাহলে ফেস করুন, সত্য বলুন। আর যারা করেছে তাদের ধরিয়ে দিন। আর যদি অন্যথা হয় তাহলে আপনাকেও কেষ্ট বাবুদের কাছে গিয়ে থাকতে হবে'।

impact