New Update
/anm-bengali/media/media_files/bqJrMP6SseV9sUutQ206.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: দত্তপুকুরের বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে সরব দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, 'সবার চোখের সামনে দিয়ে দত্তপুকুর দিয়ে বাজি যেত। দুধের গাড়িতে করে বাজি যেত বস্তা বস্তা। পুলিশকে বললে পুলিশ চমকাতো, কারণ তারা টাকা নিয়ে গাড়ি পার করত। এটা সবাই জানত। শুধু তৃণমূলের লোকেরা জানে না। আর সরকার জানে না। আজ তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এখানকার খবরা খবর নেওয়া দেওয়া আলোচনা করা উনার দায়িত্ব'। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'ওঁর দলের একটা পরম্পরা আছে, তারা জেলে যান। বিদেশ যান না। কেষ্ট গেছেন, পার্থবাবু গেছেন এবার ওনার সময় এসে গেছে। আমরা বলছি যদি আপনি চুরি না করে থাকে তাহলে ফেস করুন, সত্য বলুন। আর যারা করেছে তাদের ধরিয়ে দিন। আর যদি অন্যথা হয় তাহলে আপনাকেও কেষ্ট বাবুদের কাছে গিয়ে থাকতে হবে'।
/anm-bengali/media/post_attachments/5sczaMJ7ADwHtUgJjC9w.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us