/anm-bengali/media/media_files/2025/11/17/whatsapp-image-2025-11-17-at-155029-2025-11-17-17-16-08.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার পর দেশজুড়ে জারি হওয়া হাই অ্যালার্টের পটভূমিতে ১৭ নভেম্বর হাওড়া স্টেশনের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করলেন পূর্ব রেলের আইজি তথা প্রিন্সিপ্যাল চিফ সেক্রেটারি কমিশনার অমিয় নন্দন সিনহা।
ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলস্টেশন হাওড়া, যেখানে প্রতিদিন প্রায় ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা সর্বদা অগ্রাধিকার পায়। সেই কারণেই RPF-র নিরাপত্তা প্রস্তুতি ও বর্তমান ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন স্টেশনে পৌঁছান সিনহা।
এদিন আইজি সিনহা, স্টেশনের সর্বত্র CCTV ও FRS-ভিত্তিক নজরদারি ব্যবস্থা, ব্যাগেজ স্ক্যানারগুলির কার্যকারিতা, যাত্রীদের আগমন-প্রস্থান নিয়ন্ত্রণে ধাপে ধাপে পরিচালনা ব্যবস্থা, সন্দেহভাজন যাত্রী বা বস্তু শনাক্তকরণের ব্যবস্থা – এই সকল বিষয় খতিয়ে দেখেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/17/whatsapp-image-2025-11-17-at-155032-2025-11-17-17-13-54.jpeg)
এদিন, হাওড়া স্টেশনে RPSF-এর দুটি অতিরিক্ত কোম্পানি মোতায়েন করা হয়। স্টেশনের ভেতরে কঠোর অ্যাক্সেস কন্ট্রোল চালু করা হয় এদিন। এছাড়াও, সন্দেহজনক বস্তু বা লাগেজ শনাক্তের জন্য স্নিফার ডগ ও বিস্ফোরক সনাক্তকারী ডগ স্কোয়াড সর্বদা প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আইজির পক্ষ থেকে।
এদিন পরিদর্শনে আইজি ছাড়াও হাওড়া ডিভিশন এবং পূর্ব রেলের সদর দফতরের সিনিয়র RPF আধিকারিকরা উপস্থিত ছিলেন। রেল কর্তৃপক্ষের তরফে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। স্টেশন বা ট্রেনে কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে যাত্রীদের তৎক্ষণাৎ RPF বা রেল কর্তৃপক্ষকে জানানোর আবেদন করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us