'বেঙ্গল ফাইলস'-এর পর আসছে 'আর জি কর ফাইল' ! দেখুন বড় খবর

কবে আসছে 'আর জি কর ফাইল' ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : 'দ্য বেঙ্গল ফাইলস'-কে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, আর এরমধ্যেই এবার আসতে চলেছে 'আর জি কর ফাইল'। তবে 'দ্য বেঙ্গল ফাইলস' একটি সিনেমা হলেও 'আর জি কর ফাইল' আসলে একটি দুই মলাটের বই, যেটি লিখেছেন  আখতার আলি। মূলত আর জি কর হাসপাতালের নানান দুর্নীতির কথা এই বইয়ে তুলে ধরেছেন আখতার আলি। ২০২১ সালে সন্দীপ ঘোষ আর জি কর হাসপাতালের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর কিভাবে আর জি কর হাসপাতালের অগ্রগতি সম্পূর্ণভাবে থমকে গিয়েছিল, সেই বিষয়গুলিই তুলে ধরা হয়েছে এই বইয়ে।

Dr. Sandip Ghosh with CBI

উল্লেখ্য এই আখতার আলি হলে আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার, যিনি এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার লড়াইয়ের সমস্ত বর্ণনা তিনি এই বইয়ে করেছেন। আর জি করের নিহত চিকিৎসককে নিজের এই বইটি উৎসর্গ করতে চান আখতার আলি,তবে সমস্ত কিছুই সম্ভব হবে স্বাস্থ্য ভবনের অনুপতি পেলে। অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মী কোনও বই প্রকাশ করতে পারেন না, তাই স্বাস্থ্য ভবনের স্পেশাল সেক্রেটারির কাছে আবেদন জানিয়েছন, বর্তমানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট্ জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলি।