/anm-bengali/media/media_files/BcOTFx0yuw6J4jjbLpXL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। এদিকে ২০১৮ সালের পুনরাবৃত্তি হতে পারে এবারেও বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা। ফলে এই ভোটের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিতে হবে, এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। অন্যদিকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তিনি আজ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেন, 'রাজ্য নির্বাচন কমিশন অদক্ষ। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন কমিশনার। বিরোধীদের সময় না দিয়ে পঞ্চায়েত ভোটের ঘোষণা করা হয়েছে। কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না? প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা। নমিনেশনের সময় কমিয়ে দিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিতে সময় লাগবে বিরোধীদের। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষিত হল তাতে এই সরকারের অসৎ উদ্দেশ্য একেবারে স্পষ্ট হয়ে গেল।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us