New Update
/anm-bengali/media/media_files/ujujOTNbNbbfZXhqP0qS.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলায় প্ররোচনার অভিযোগে বাঁশদ্রোণী থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তাদের নামে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/04/large-image-Mamata-Banerjee-3.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, ধৃত পাঁচ জন 'উই ওয়ান্ট জাস্টিস' নামে একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। অভিযোগ, সেই গ্রুপে মেসেজ এবং ভয়েস মেসেজ পাঠিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানোর জন্য সকলকে জড়ো হতে বলা হয়। এই বিষয়ে অন্যদের প্ররোচিত করার অভিযোগও উঠেছে ওই পাঁচ জনের বিরুদ্ধে।
/anm-bengali/media/post_attachments/73c08520525fb7a90e5eaff9d4a0c13a332de6c9a175e9a87ae43731025df56d.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us