'শৌচালয় পরিষ্কার করিয়ে নেবেন, বাসনটাও মাজিয়ে নেবেন'! অভিষেকের মন্তব্যে হইচই

বিজেপি প্রার্থীদের নিয়ে বড় দাবি করলেন অভিষেক।

author-image
Anusmita Bhattacharya
New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতা: শেষ হতে চলল ২০২৪ লোকসভা নির্বাচন। আর দুই দফা ভোট বাকি বাংলায়। ষষ্ঠ দফা ভোটের ২ দিন আগে প্রচারে বেরিয়ে ভোটারদের বিশেষ 'পরামর্শ' দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

abhishek.jpg

 তমলুক, ঘাটাল, মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়াতেও ভোট হবে ২৫ তারিখ। বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে শোলতোড়ায় একটি সভা থেকে বড় হুঙ্কার দিলেন অভিষেক। সেই সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, 'আমি মায়েদের বলতে চাই, শৌচালয় পরিষ্কার করিয়ে নেবেন। যদি প্রয়োজন পড়ে ডেকে বাসনটাও মাজিয়ে নেবেন'।

sdfghj

Add 1