সোজাসাপটা অভিষেক: “ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, সাবধান!”

সিএএ ক্যাম্পে গেলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Tamalika Chakraborty
New Update
abhishek


নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রকে। তাঁর দাবি, বাংলায় সিএএ ক্যাম্পে গেলে বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। মঙ্গলবার জনসভা থেকে অভিষেক বলেন, “CAA ক্যাম্পে গিয়ে আবেদন করবেন না। গেলে অসমের মতো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। বুঝে শুনে পদক্ষেপ করুন।”

তিনি অভিযোগ করেন, বিজেপি ভয় দেখিয়ে, বিভ্রান্ত করে বাংলার মানুষকে ফাঁদে ফেলতে চাইছে। “২০২১ সালের ভোটে হেরে গিয়েছে বলেই বাংলার উন্নয়নের টাকা আটকে দিয়েছে কেন্দ্র,” বলেন অভিষেক। তাঁর দাবি, বাংলার এখনও বকেয়া দুই লক্ষ কোটি টাকা। “মানুষের অধিকার, তাদের টাকা আটকে রেখে রাজনীতি করছে বিজেপি,” আক্রমণ তাঁর।

abhishek banerjee.jpg

তৃণমূল নেতা আরও জানান, বাংলার জনতার সঙ্গে বঞ্চনা করা হলে তা চুপচাপ মেনে নেওয়া হবে না। “এ রাজ্যের মানুষের প্রাপ্য দেবে না, আর উল্টে ভয় দেখাবে? সেটা কখনও হবে না। বাংলার মানুষ কাউকে ভয় পায় না,” কড়া সুরে বলেন অভিষেক।

সভামঞ্চেই তিনি বার্তা দেন, সিএএ নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হলে মানুষকে সতর্ক থাকতে হবে। “রাজনীতির নামে নাগরিকত্বের খেলা করছে, বাস্তবে কোনও উপকার নেই তার। বরং বিপদ বাড়াবে,” অভিযোগ অভিষেকের।

বিজেপির বিরুদ্ধে তাঁর সুর স্পষ্ট—এ বার রাস্তায় নেমে লড়াইয়ের বার্তা।