New Update
/anm-bengali/media/media_files/2024/10/29/0GkfHAK1CuWAa1Nyp3e8.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার এসআইআর (SIR) ইস্যু নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন যে, যে বিজেপি নেতারা যাকে খুশি 'বাংলাদেশী' বা 'রোহিঙ্গা' তকমা দিয়ে দেশ থেকে তাড়াতে চান, তাঁদের নিজেদের কাছে কি আদৌ সমস্ত প্রমাণ আছে ?
এই বিষয়ে তিনি বলেন,''বিজেপি নেতারা মনে করেন, তাঁরা যাকে ইচ্ছা বাংলাদেশী বা রোহিঙ্গা তকমা দিয়ে দেবেন এবং যখন খুশি তাঁদের তাড়িয়ে দেবেন।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/modi-shah-sad-2025-06-23-12-15-10.webp)
এরপর তিনি খোদ মোদি-শাহ ও নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন,''আমি জানতে চাই, জ্ঞানেশ কুমারের কাছে কি তাঁর বাবার জন্ম সার্টিফিকেট আছে ? অমিত শাহ বা প্রধানমন্ত্রী কি তাঁদের বাবা-মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন ?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us