পাঁচ দিন ধরে ধরনার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ পেয়েছেন অভিষেক
পাঁচ দিন ধরে রাজভবনের বাইরে ধরনা-অবস্থান চালানোর পর অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা। রাজ্যপাল বোস সময় দিয়েছিলেন বিকেল ৪টের সময়।
পাঁচ দিন ধরে রাজভবনের বাইরে ধরনা-অবস্থান চালানোর পর অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা। রাজ্যপাল বোস সময় দিয়েছিলেন বিকেল ৪টের সময়।
বৈঠক শেষে বেরিয়ে বেশ সন্তুষ্ট বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ বিকেলের বৈঠকে রাজ্যপালের ভূমিকা কেমন দেখলেন তিনি?
একশো দিনের কাজের ইস্যুতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। রাজ্যপাল তাঁদের কথা খুব ধৈর্য্য ধরে শুনেছেন। শুধু তাই নয়, রাজ্যপাল বোস এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন বলেও জানানো হয়েছে রাজভবনের বিবৃতিতে।