New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আগামী ৯ই অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। আর এবার ওই একই দিনেই 'কালীঘাট চলো'-র ডাক দেওয়া হল অভয়া মঞ্চের তরফ থেকে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অভয়ার বাবা-মাকেও এই অভিযানে থাকার অনুরোধ জানানো হয়েছে অভয়া মঞ্চের তরফ থেকে। এখন দেখার বিষয় এটাই যে ওনারা এই অভিযানে অংশগ্রহণ করতে ইচ্ছুক হবেন কি হবেন না।