/anm-bengali/media/media_files/2025/08/05/whatsapp-image-2025-08-05-at-154450-2025-08-05-15-45-17.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে হঠাৎ করেই আগুনে জর্জরিত হল দক্ষিণ কলকাতার তারাতলার শিল্পাঞ্চলের একটি পরিত্যক্ত গুদাম। এই ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক, গোটা এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
দমকল সূত্রে খবর, সকাল প্রায় ১১টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে আগুন নেভানোর কাজ।
/anm-bengali/media/post_attachments/e600a13d-0dc.png)
স্থানীয়দের দাবি, গুদামটি বহুদিন ধরেই বন্ধ অবস্থায় ছিল, কোনও রকম ব্যবহার হয়নি। তবে জানা গিয়েছে, সেটি একসময় একটি কারখানার অংশ ছিল, যেখানে ডাম্পার ও যন্ত্রাংশ সংরক্ষিত ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেখান থেকেই আগুনের উৎস।
তবে কীভাবে দাহ্য বস্তু এতদিন সেখানে রয়ে গেল, সেই প্রশ্নে তৈরি হয়েছে ধোঁয়াশা। গুদামটি পরিত্যক্ত হলেও অগ্নিকাণ্ডের মাত্রা কেন এত বেশি ছিল, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us