কলকাতার সাইবার অপরাধ মামলায় ফের সিআইডি তল্লাশি! গ্রেফতার ১- এই মুহূর্তের বড় খবর

পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম পিএস সিআইডির একটি দল ১৮ অক্টোবর, ২০২০ তারিখে দায়ের করা একটি মামলায় আজ অভিযান চালিয়েছে।

author-image
Probha Rani Das
New Update
breaknews

নিজস্ব সংবাদদাতাঃপশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম পিএস সিআইডির একটি দল ১৮ অক্টোবর, ২০২০ তারিখে দায়ের করা একটি মামলায় আজ অভিযান চালিয়েছেউত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর থেকে গালফাম সাইফি (৩২ বছর) নামে একজনকে গ্রেফতার করেছে

জানা গিয়েছে, গালফাম সাইফি সরাসরি সুবিধাভোগী অ্যাকাউন্টধারী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেনপরবর্তীকালে এলডি এসিজেএম আলিপুর আদালত তার গ্রেফতারি পরোয়ানা, ঘোষণা এবং সংযুক্তির আদেশ জারি করে। ঋণ অনুমোদনের অজুহাতে অন্য সহযোগীদের সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র করে ভুক্তভোগীদের প্রতারণা করেছেন। 

Add 1