SIR বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ, বাতিল বাংলার ৫০০ জনের ভোটার কার্ড

তথ্য মুখ্যসচিবের কাছে পাঠিয়েছে কমিশন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
voter list

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। গত তিন মাসে বাংলায় ৫০০ জনের ভোটার কার্ড বাতিল করা হয়েছে। কমিশন সূত্রে খবর, তাঁদের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক হলেও এদেশের বৈধ ভোটার কার্ড ছিল।

বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু হওয়ার পর থেকেই তৎপর হয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। বিমানবন্দর, বনগাঁ-সহ সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকায় ইমিগ্রেশন আধিকারিকরা ভোটার কার্ড খতিয়ে দেখছেন। তদন্তে ধরা পড়ে, বহু বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে ভোটার তালিকায়। সমস্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়, আর কমিশন তা যাচাই করে বাংলাদেশিদের ভোটার কার্ড বাতিল করে দেয়। শুক্রবারই আরও দুজন বাংলাদেশির ভুয়ো ভোটার কার্ড ধরা পড়েছে—তথ্য মুখ্যসচিবের কাছে পাঠিয়েছে কমিশন।

cvcbgn

কমিশন সূত্রে জানা গিয়েছে, এতদিনে যাঁদের ভোটার কার্ড বাতিল হয়েছে, তাঁরা অন্য কোনও দেশের নন—শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দা। এই ঘটনা কমিশন এখন আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশি ভোটার কার্ড বাতিলের এই ঘটনা SIR বিতর্কে নতুন মাত্রা যোগ করল, যা আগামী দিনে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে।