New Update
/anm-bengali/media/media_files/msf09PBDMerSIAQtDdhN.jpg)
নিজস্ব সংবাদদাতা: সিবিআই (CBI) তদন্ত ঠিকঠাক এগোচ্ছে না। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বারবার ভর্ৎসনার মুখে পড়ছেন সিবিআইয়ের আইনজীবী থেকে তদন্তকারী অফিসাররাও (Investigating Officer)। সিবিআইয়ের উপর মামলার চাপ ক্রমাগত বাড়ছে। কলকাতা হাইকোর্টও বলছে যে অফিসার না থাকলে নয়াদিল্লি থেকে পাঠাতে হবে লোক। বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে (Hearing) কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী জানালেন যে এবার আরও পাঁচজন দক্ষ সিবিআই অফিসার কলকাতায় আসছেন। সিবিআই দফতরে কর্মীর অভাব রয়েছে। এই কারণেই বিপুল মামলার তদন্তে অনেক অফিসার আনা হচ্ছে বাংলায়। কয়েকটি বৈঠক করা হয়েছে।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us