/anm-bengali/media/media_files/2024/10/24/HYAu5Ojpvv4gsmsJN413.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এরপর সেটি শক্তি সঞ্চয় করে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে ২৯ মে-র মধ্যে। এর সরাসরি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
এই নিম্নচাপের ফলে ২৮ মে থেকে দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
এ বছর বর্ষা বেশ আগেই দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করতে চলেছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা পৌঁছে গিয়েছে। এবার মে মাসের শেষের দিকেই কেরলে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে উত্তর-পূর্ব ভারতেও।
/anm-bengali/media/media_files/LkTEdaUfbxwcWz7vFC1k.jpg)
শুধু আগামী সপ্তাহ নয়, এদিন (বৃহস্পতিবার) ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেরও তিন-চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়াবিদদের মতে, বুধবার (২৮ মে) থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। নিম্নচাপ ঘনীভূত হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে প্রবল বর্ষণ ঘটাতে পারে। ফলে এইসব জেলায় নদী ও জলাধার সংলগ্ন অঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us