/anm-bengali/media/media_files/Ph0CCBbQBwyTqEcxxutw.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের এক একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে appeal-এ যাবার পর অবশেষে ৩২ হাজার শিক্ষক-আবেদনকারীর চাকরি সচল রাখার সিদ্ধান্ত নিয়ে এল কলকাতা হাইকোর্ট। বুধবার এই রায় দেয় আদালতের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে বাতিল করা হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়, যা এই হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য ছিল বিধ্বংসী।
বেঞ্চের যুক্তি ছিল — গত কয়েক বছর ধরে এই ৩২ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন; তাঁদের পরিবারের অবস্থা এবং দীর্ঘদিন ধরে চাকরি করার বাস্তবতা বিবেচনায় নিয়েই তাঁদের চাকরি বাতিল করা যাবে না।
এই রায়ে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়ে জানান, “অনেকে বলেছিল একক বেঞ্চের রায় চূড়ান্ত। কিন্তু আমরা লড়াই চালিয়েছিলাম। আজ সত্যের জয় হল”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/LLDb3npSDw22jizFLwWw.jpg)
তবে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগেন। এদিন তিনি বলেন, “একজন বিচারপতি যদি রাজনৈতিক প্রভাব নিয়ে সিদ্ধান্ত দেন, তাহলে বিচারব্যবস্থাই কলঙ্কিত হয়”।
অন্য দিকে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যের মতে, “এই রায়ে যাঁরা অযোগ্য, প্রক্রিয়া ভুল বা দুর্নীতির জন্য চাকরি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার পেয়েছেন — সেটা ভবিষ্যতের জন্য অনিষ্ট। Institutionalized দুর্নীতিকে এই রায়ে প্রশ্রয় দেওয়া হল”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us