‘সব পর্যালোচনা করেছি, আগামী ৩ মাসের মধ্যে ফল পাবে দলবদলুরা’

'আমার নীরবতার জবাব আগামী ৩ মাসের মধ্যে পাবেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fbythuyku

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই অদ্ভুত ভাবে নীরব হয়ে গিয়েছিলেন তৃণমূলের যুবরাজ। যা নিয়ে কম জল্পনা হয়নি। আর আজ শহীদ দিবসের মঞ্চ থেকে সেই নীরবতার জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “লোকসভা নির্বাচনে অনেকেই ভেবেছেন নেত্রী আসবেন, অভিষেক আসবেন, মিটিং করবেন, টিকিট দেবেন। কিন্তু ভোটের পর আমি সব পর্যালোচনা করেছি। কে মানুষের জন্যে কাজ করেছেন, কে শুধু লাভ বুঝেছেন, সব কিছু নজরে রেখেছি। আমার নীরবতার জবাব আগামী ৩ মাসের মধ্যে পাবেন। তখনই দেখবেন কারা কি ফল করেছেন। কেননা আমাদের এই জীবনের জনগণের জন্যে উৎসর্গকৃত। আর যারা সেটা করতে পারবে না, তাঁদের পাশেও দল থাকবে না”।

fghhukj

Adddd