আত্মহত্যার চেষ্টা করলেন একই পরিবারের ৩ জন ! শিউরে ওঠার মতো ঘটনা ঘটলো রাজারহাটে

কি ঘটলো রাজারহাটে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : চলতি বছরের শুরুতেই ট্যাংরার এক পরিবারের সকলেই একসাথে আত্মহত্যার চেষ্টা করেন। যে ঘটনাটি সারা কলকাতাকে উত্তাল করে তুলেছিল। আর ঠিক তার কয়েকমাস পরেই কলকাতার রাজারহাটেও ফের একবার কিছুটা একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। আজ রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্ক এলাকায় একই পরিবারের ৩ জন একসাথে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালেই ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

Suicide

পুলিশ সূত্রে খবর,রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্ক এলাকায় শ্বাশুড়ি ও স্ত্রীকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকতেন ব্যবসায়ী সঞ্জয় দে। বাজারে বেশকিছু দেনা হয়ে গিয়েছিল তাঁর। দেনার চক্করেই বিক্রি করতে হয় বাড়ি-গাড়ি। এরপর কোনও দ্বিতীয় উপায় না দেখে পরিবারের সকলেই একসাথে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ।