/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আগামী রবিবার, ২৪ অগস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। হুগলি ব্রিজ কমিশন অথরিটি জানিয়েছে, সেতুর কেবল-বিয়ারিং সহ একাধিক গুরুত্বপূর্ণ মেরামতির কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৯২ সালে প্রায় ৩৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল-সেতু। প্রতিদিন প্রায় ৫০ হাজারের বেশি যানবাহন চলাচল করে এই সেতুর উপর দিয়ে। ফলে একদিনের জন্য সেতু বন্ধ থাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এর জন্যে প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/I81uJd9PVZvECBxWUk3U.jpg)
১ এজেসি বোস রোড থেকে আসা গাড়ি: হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি স্ট্র্যান্ড রোড–হেস্টিংস বা কে.পি. রোডের দিকে যাবে।
২ কে.পি. রোড থেকে সেতুমুখী গাড়ি: ফার্লং গেট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে যাবে।
৩ খিদিরপুরমুখী গাড়ি: হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বাঁদিকে টার্ন নিয়ে স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।
৪ কে.পি. রোড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়ি: ওয়াই পয়েন্ট থেকে ঘুরিয়ে রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প রুটে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us