New Update
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
নিজস্ব সংবাদদাতা : কথা ছিল শব্দবাজি নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর কড়াকড়ি করা হবে। শহরজুড়ে চলবে পুলিশি টহলদারি। কিন্তু কোথায় কি ? রাত বাড়তে বাড়তেই ফের শহরজুড়ে অত্যাচার চালালো শব্দ দানব। নিয়ম, প্রশাসন সমস্ত কিছুকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই দেদার ফাটল শব্দবাজি। তবে অভিযোগ পাওয়ার পর বেশকিছু ক্ষেত্রেই অ্যাকশন নিয়েছে কলকাতা পুলিশ। শব্দবাজির অত্যাচার থেকে শহরকে বাঁচাতে রাতেই একটি বিশেষ অভিযানে নামে কলকাতা পুলিশ। এই বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় ৫২২ কেজি ওজনের নিষিদ্ধ বাজি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NcY7Eqv1ua2atX6g4Xxt.jpg)
নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে রাত ৮টা পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৬ জনকে। এছাড়াও পুজোয় অশালীন আচরণ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৯ জনকে। কিন্তু বাজি বাজেয়াপ্ত করেও বা গ্রেপ্তারির মাধ্যমেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেল না শব্দবাজি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us