কলকাতার বুকে ফের শ্বাসকষ্টে কাঁপছে করোনা-আক্রান্ত! রাজ্যে নতুন করে আক্রান্ত ১১

গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Corona

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে নতুন করে ১১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, যার মধ্যে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। দক্ষিণ কলকাতার আরও এক বেসরকারি হাসপাতালে ভর্তি একজন। সূত্রের খবর, বেশিরভাগ আক্রান্ত রোগী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে সকলকেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা গুরুতর, তাঁদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই।

Corona Corona

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে তাণ্ডবলীলা চলেছিল, তা আজও মানুষের মনে দগদগে দাগ হয়ে আছে। দীর্ঘদিন ধরে সংক্রমণ কম থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং-য়ে দ্রুত হারে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এবার সেই ঢেউয়ের আঁচ এসে পৌঁছেছে ভারতের বিভিন্ন প্রান্তে, এমনকি পশ্চিমবঙ্গেও।