স্বপ্নদীপের মৃত্যু, যাদবপুরে ঢুকে কী বললেন রাজ্যপাল?

কীভাবে স্বপ্নদীপের মৃত্যু হয়েছে তা জানার জন্য তাঁর বাবার সঙ্গেও কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন,জম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃস্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুকে কেন্দ্র করে এদিন সকাল থেকে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার রাতে যাদবপুরের মেন হস্টেলের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন আবাসিকরা। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি স্বপ্নদীপকে। উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। সঠিক তদন্তের দাবিতে এদিন সকাল থেকে দফায় দফায় অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখায়  একাধিক ছাত্র সংগঠন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সন্ধ্যাবেলা ক্যাম্পাসে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

রাজ্যপাল ক্যাম্পাসে ঢুকতেই পড়ুয়াদের স্লোগানের তীব্রতা আরও বাড়তে থাকে। সকলের দাবি ন্যায়বিচার, র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের। রাজ্যপালকে ঘিরে ধরে চলতে থাকে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের কর্তাদের সঙ্গে ঘটনা নিয়ে কথাও বলেন রাজ্যপাল। যে হস্টেলে এই দুর্ঘটনা ঘটে সেখানেও যান তিনি। যেখানে স্বপ্ননীলের দেহ পড়েছিল ওই জায়গায় দাঁড়িয়ে পুষ্পস্তবক দিয়ে স্বপ্নদীপকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল।

 রাজ্যপাল স্পষ্ট বলেন, "আমি হিংসা বর্জিত বাংলার পাশাপাশি হিংসা বর্জিত বিশ্ববিদ্যালয় চায়। আমি হোস্টেলে গিয়েছিলাম, ছাত্রদের সঙ্গে আলোচনা করেছি। শিক্ষকরাও ন্যায়বিচার চান। ন্যায়বিচার করা হবে। তারা এখানে কিছু মৌলিক বিষয় আমার সামনে উপস্থাপন করেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব, আমরা তাদের ন্যায়বিচার দেব এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

সূত্রে খবর, আজকের দিনটিকে ক্যাম্পাসে অ্যান্টি-ভায়োলেন্স ডে হিসাবে পালন করার ঘোষণা দিয়েছেন রাজ্যপাল।