নিজস্ব সংবাদদাতা: তারা দিগন্তে সূর্য ওঠার আগেই টেমস নদীতে পৌঁছে যায়। লন্ডনের পূর্ব দিকে সূর্য ওঠা পর্যন্ত তারা রোয়িং চালিয়ে যায়। লন্ডন রোয়িং ক্লাবের রোয়াররা সকাল এবং সন্ধ্যায় নদীতে যেন ঝড় তোলে। কিন্তু শতাব্দী প্রাচীন এই লন্ডন রোয়িং ক্লাবের ৭০০ জন সদস্য এবং ২০০ জন সক্রিয় সদস্য করোনার সময় থেকেই তারা গুরুতর আর্থিক সমস্যায় মুখে পড়েছে, জানালেন ক্লাবের পুরোনো সদস্য মাইকেল বাল্ডউইন। সিটি অফ জয়- এ দ্বিতীয়বার ঘুরতে এসে তিনি জানালেন যে কিভাবে ক্লাবের সদস্যরা পুঁজি জোগাড় করেছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। 'সরকার সম্পূর্ণভাবে রোয়িংকে সাহায্য দেয় না এবং যুক্তরাজ্যে এটি জনপ্রিয় খেলা নয়। তবে বাধা সত্বেও আমরা টেমস নদীতে জীবন নিয়ে এগিয়ে চলেছি', বললেন তিনি। ক্যালকাটা রোয়িং ক্লাব যে ফ্রেন্ডশিপ রেগাট্টা আয়োজন করেছিল সেখানে লন্ডন রোয়িং ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে কলকাতায় এসেছিলেন তিনি। মোলসে, সাউথহ্যাম্পটন, অকল্যান্ড এবং ভিক্টোরিয়া রোয়িং ক্লাব হল অন্যান্য আরো কিছু দল যারা এই পাঁচদিবসীয় অনুষ্ঠানে অংশ নিয়েছে। 'ক্যালকাটা রোয়িং ক্লাব যে ফ্রেন্ডশিপ রেগাট্টা আয়োজন করে সেটা ক্যালকাটা রোয়িং ক্লাব এবং লন্ডন রোয়িং ক্লাবের শতাব্দী প্রাচীন সম্পর্কের স্মরণ করে', বললেন ক্যালকাটা রোয়িং ক্লাবের সম্পাদক চন্দন রায় চৌধুরী।