অপরিচ্ছন্নের তালিকায় রাজ্যের ১০টা শহর! বিস্ফোরক তথ্য বিজেপির

বঙ্গ বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, "পরিচ্ছন্নের তালিকায় রয়েছে বাংলার ১০ টি শহর। মমতার রাজত্বে বাংলার অস্বচ্ছ রূপ আবারও স্পষ্ট হল দেশবাসীর কাছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
bjpflag.jpg

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে টুইট করে বিস্ফোরক তথ্য দিল বিজেপি। বঙ্গ বিজেপির তরফে টুইট করে জানানো হয়, "অপরিচ্ছন্নতার তকমা পেলো বাংলা! অপরিচ্ছন্নের তালিকায় রয়েছে বাংলার ১০ টি শহর। মমতার রাজত্বে বাংলার অস্বচ্ছ রূপ আবারও স্পষ্ট হল দেশবাসীর কাছে।"