New Update
/anm-bengali/media/media_files/FeVir1vzl0aw2Dduf7we.webp)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। এখন মুখ্যমন্ত্রীর নাম হিসাবে 'শিবকুমার বনাম সিদ্দারামাইয়া' তরজা চলছে কর্ণাটকে। তবে ইতিমধ্যেই দুই নেতার সমর্থকরা দুই নেতার বাসভবনের বাইরে দুই জনের নামেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে পোস্টার টানিয়েছে। তবে ইতিমধ্যেই সিদ্দারামাইয়ার বাসভবনে উদযাপন শুরু করেছে তার সমর্থকরা। বেঙ্গালুরুতে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার বাড়ির বাইরে বাজি ফাটিয়ে উদযাপন চলছে।
#WATCH | Firecrackers being burst outside the residence of Congress leader Siddaramaiah, in Bengaluru#KarnatakaElectionResultspic.twitter.com/RK4wfF0T6e
— ANI (@ANI) May 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us