/anm-bengali/media/media_files/mAVxwzxfiGaq1tL9hsO5.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চর্চা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে শিবকুমারকে নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছে। এই জল্পনার মধ্যেই এবার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন শিবকুমার। তিনি বলেন, "যদি কোনও চ্যানেল রিপোর্ট করে যে আমি পদ থেকে পদত্যাগ করছি, আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। কিছু চ্যানেল আমার পদত্যাগ নিয় রিপোর্ট করেছে। আমার দল আমার মা। আমি এই দলটি তৈরি করেছি। আমার উচ্চ কমান্ড, আমার বিধায়ক, আমার দল সেখানে আছে"। ইতিপূর্বেই তিনি দলের পাশে থাকার বার্তা দিয়েছেন।
#WATCH | Delhi | "If any channel is reporting that I am resigning from the post, I will file a defamation case against them...Some of them are reporting that I will resign...My mother is my party, I built this party. My high command, my MLA, my party are there - 135," says… pic.twitter.com/egykzC1j4t
— ANI (@ANI) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us