/anm-bengali/media/media_files/MDg7jckNwtiVG9HkGos9.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানতে অপেক্ষা করে রয়েছে গোটা দেশবাসী। তবে এই অপেক্ষা এখনই শেষ হচ্ছে না। কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, পর্যবেক্ষকরা আজ রাতের মধ্যে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। তারপর মল্লিকার্জুন খাড়গে হাইকমান্ডদের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন। ফলে মুখ্যমন্ত্রীর নাম জানতে হলে অন্তত রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বোঝাই যাচ্ছে। তবে ইতিমধ্যেই পর্যবেক্ষকরা দিল্লিতে পৌঁছেছেন। ফলে আশা করা হচ্ছে, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আজই জানা যাবে।
#WATCH | "The observers will submit their report to party president Mallikarjun Kharge by tonight. We will soon form the government in Karnataka," says Congress MP Randeep Singh Surjewala, in Delhi pic.twitter.com/oZWfyuajoV
— ANI (@ANI) May 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us