New Update
/anm-bengali/media/media_files/GtzI5SvB52if6aZjZGhF.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কার্গিল যুদ্ধের নৃশংসতা আজও ভারতবাসীর মনে ভয়ের সৃষ্টি করে। তবে জানেন কি যুদ্ধ প্রবল আকার ধারণ করলে মধ্যস্থতার জন্য পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চায়? কিন্তু ভারতীয় অংশ থেকে পাকিস্তান সেনা না সরালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন কোনও রকম মধ্যস্থতার প্রচেষ্টা করবেন না বলে জানিয়ে দেন।
/anm-bengali/media/post_attachments/0Jr1a0Nnz5kukP4n9frx.jpg)
এরপর ১৯৯৯ সালের ৪ জুলাই পাকিস্তান ভারত থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়। তবে ইউনাইটেড জিহাদ কাউন্সিলের সমর্থনে কিছু পাকিস্তানি সেনা ভারত থেকে সরতে রাজি হয় না এবং যুদ্ধ চালিয়ে যেতে থাকে। অবশেষে ১৯৯৯ সালের ২৬ জুলাই যুদ্ধ চালিয়ে যাওয়া পাকিস্তানি সেনারা হার মানলে চূড়ান্তভাবে ও আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us