New Update
/anm-bengali/media/media_files/1wTZ5yZ6ksWHmDfH42Jj.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের মাড়তলা বাজারে দত্ত পরিবারের রথযাত্রা এবছর ৫১ বছরে পদার্পণ করতে চলেছে। অতি প্রাচীন এই রথযাত্রা পূর্বপুরুষদের আমল থেকে চালিয়ে আসছেন দত্ত পরিবারের মানুষজন। রথে রংয়ের কাজ থেকে শুরু করে প্রস্তুতি চলছে জোরকদমে । কিন্তু দত্ত পরিবারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই প্রচন্ড তাপদাহ। মৌসুমী বায়ুর দেখা না মেলায়, বৃষ্টি না হওয়ায় চিন্তিত দত্ত পরিবার। দত্ত পরিবার আশাবাদী প্রতিবছরের মতো এ বছরও জাঁকজমক করে পালন করা হবে রথযাত্রা । মানুষজনের আনাগোনা থাকবে যথেষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us