"আমি কালো ও এশিয়ান"— কলম্বিয়ার ফর্মে কী লিখেছিলেন মীরা নায়ারের ছেলে? ফাঁস হওয়া তথ্য ঘিরে ঝড়

নিউইয়র্ক মেয়র পদের দৌড়ে সামনের সারিতে থাকা জোহরান মামদানি নিজেকে 'কালো' ও 'এশিয়ান' পরিচয়ে তুলে ধরেছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্রে।

author-image
Tamalika Chakraborty
New Update
mamdani aa

নিজস্ব সংবাদদাতা: নিউইয়র্ক সিটির মেয়র পদের দৌড়ে এগিয়ে থাকা ডেমোক্র্যাটিক সোশালিস্ট নেতা জোহরান মামদানিকে ঘিরে উঠল নতুন বিতর্ক। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০০৯ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় মামদানি নিজেকে জাতিগতভাবে “এশিয়ান” এবং “ব্ল্যাক বা আফ্রিকান-আমেরিকান” হিসেবে চিহ্নিত করেছিলেন।

ওই সময় মামদানি উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন এবং এই আবেদন করেছিলেন আইভি লিগভুক্ত ওই নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। যদিও শেষমেশ তিনি নির্বাচিত হননি।

Mamdani

এই তথ্য সামনে এসেছে কলম্বিয়ার অ্যাডমিশন সিস্টেমে হ্যাক হওয়া অভ্যন্তরীণ ডেটা থেকে। এরপরেই প্রশ্ন উঠছে— জাতিগত পরিচয় নিয়ে কি তিনি বিভ্রান্তি তৈরি করেছিলেন?

৩৩ বছর বয়সী মামদানি বিষয়টি স্বীকার করে জানান, আবেদনপত্রে দেওয়া অপশনগুলির মধ্যে তিনি নিজের মিশ্র পরিচয় তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “আমার বাবা-মা ভারতীয়, আমি জন্মেছি উগান্ডায়, আর বড় হয়েছি আমেরিকার কুইন্সে। ওই ফর্মে আমি যা বোঝাতে চেয়েছিলাম, তা হল আমার পরিচয়ের জটিলতা।”

প্রসঙ্গত, মামদানির মা হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।