মুখোশধারী প্রহরী, ফোন জ্যামার, কড়া পাহারা! উগান্ডায় জোহরান মামদানির রাজকীয় বিয়ে ঘিরে চাঞ্চল্য!

নিউ ইয়র্কের মেয়রপ্রার্থী মামদানি উগান্ডায় গোপনে বিয়ে সারলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
mamdani marriage

নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়র্ক সিটির মেয়র পদের শীর্ষ দাবিদার জোহরান মামদানি সম্প্রতি তাঁর বিয়ে উপলক্ষে উগান্ডায় তিন দিনের এক বিলাসবহুল ও অতি-নিরাপত্তাবেষ্টিত অনুষ্ঠানের আয়োজন করেন। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের শেষ ছিল না।

কাম্পালার অভিজাত বুজিগা হিল এলাকায় মামদানি পরিবারের বিশাল এস্টেটে অনুষ্ঠিত এই বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা ছিল নজিরবিহীন। মুখোশধারী সশস্ত্র প্রহরী, একাধিক নিরাপত্তা গেট, এবং মোবাইল ফোন-জ্যামার সিস্টেমসহ নানা কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা ছিল পুরো এলাকা। স্থানীয় সূত্রের মতে, এমন নিরাপত্তা তারা আগে কখনও দেখেননি— এমনকী VIP ইভেন্টেও এতটা কড়াকড়ি সচরাচর দেখা যায় না।

এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামদানির পরিবার, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা। বিয়ের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল মামদানির চলচ্চিত্র নির্মাতা মা মীরা নায়ার এবং  বাবা মাহমুদ মামদানির ব্যক্তিগত প্রাসাদসদৃশ বাড়ি।

mamdani 2

জানা গেছে, ৩৩ বছর বয়সী জোহরান এবং ২৭ বছর বয়সী শিল্পী ও অ্যানিমেটর রামা দুয়াজি কয়েক সপ্তাহ আগে দুবাইয়ে গোপনে বিয়ে করেন। তবে বিয়ের বড়সড় উদযাপন ছিল এই উগান্ডার অনুষ্ঠানে।

স্থানীয় বাসিন্দারা ও অতিথিরা এই মহা-আয়োজনে ভীষণ অবাক ও মুগ্ধ। তবে অতিরিক্ত নিরাপত্তা ও গোপনীয়তার কারণ নিয়েও চলছে জোর চর্চা।