BREAKING: যুদ্ধ থেকে মানুষের নজর ঘোরাতে আমাকে আক্রমণ করছেন ট্রাম্প ! এবার ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মামদানি

কি বললেন জোহরান মামদানি ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির মধ্যেকার সম্পর্ক, ক্রমশই তিক্ত হয়ে উঠছে। আর এই সমস্ত কিছুর মধ্যেই এবার সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে, এক বড় অভিযোগ করে বসলেন জোহরান মামদানি। তিনি বলেন,''গতকাল ট্রাম্প বলেছিলেন যে,আমাকে গ্রেপ্তার করতে হবে, আমাকে দেশ থেকে তাড়াতে হবে, আমার নাগরিকত্ব কেড়ে নিতে হবে। তিনি এসব বলছেন এমন একজন অভিবাসী প্রার্থীর বিরুদ্ধে, যিনি নির্বাচিত আমেরিকার প্রথম অভিবাসী, প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় মেয়র হবেন।”

Mamdani

এরপর তিনি বলেন,''আসলে ট্রাম্পের কাছে আমার পরিচয়, গায়ের রঙ, বা আমার উচ্চারণ কোনও সমস্যা নয়। এর আসল কারণ হলো আমি কী নিয়ে লড়াই করি। আমি সাধারণ মানুষের জন্য লড়াই করি, তাঁদের জন্য লড়াই করি যাঁরা এই শহর থেকে বিতাড়িত হচ্ছেন। ট্রাম্প এমন এক আইন আনতে চাইছেন যা লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নেবে, দরিদ্র মানুষের খাবার ছিনিয়ে নেবে। আসলে তিনি নিজের যুদ্ধ থেকে মানুষের নজর ঘোরাতে এখন মরিয়া হয়ে উঠেছেন।”