নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক বড় মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন,''এই মুহূর্তে সবচেয়ে তীব্র যুদ্ধ চলছে পোকরভস্কি, কুরস্ক, এবং সুমি অঞ্চলের সীমান্তে।'' এরপর তিনি আরও জানান যে,''রাশিয়ার কৌশল সমস্ত জায়গায় একই। তারা কোনওরকম কোনও ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই এগোতে চাইছে। তারা ইউক্রেনের যেকোনও স্থানে হামলা চালাচ্ছে। আর তাদের লক্ষ্য শুধুমাত্র একটিই,ইউক্রেনের অন্তত এক মিটার ভূমি দখল করা।"
/anm-bengali/media/media_files/2025/03/21/88v5QmfrE7npPMRS24OW.jpg)
BREAKING: ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই এগিয়ে চলেছে রাশিয়া ! হঠাৎ কেন এই কথা বললেন জেলেনস্কি
কি বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ?
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক বড় মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন,''এই মুহূর্তে সবচেয়ে তীব্র যুদ্ধ চলছে পোকরভস্কি, কুরস্ক, এবং সুমি অঞ্চলের সীমান্তে।'' এরপর তিনি আরও জানান যে,''রাশিয়ার কৌশল সমস্ত জায়গায় একই। তারা কোনওরকম কোনও ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই এগোতে চাইছে। তারা ইউক্রেনের যেকোনও স্থানে হামলা চালাচ্ছে। আর তাদের লক্ষ্য শুধুমাত্র একটিই,ইউক্রেনের অন্তত এক মিটার ভূমি দখল করা।"