আকাশপথে রেকর্ড হামলা ! এক সপ্তাহে ১,৬০০ ড্রোন, ১,২০০ বোমা ছুঁড়েছে রাশিয়া, দ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জেলেনস্কির

কি দাবি করলেন জেলেনস্কি ?

author-image
Debjit Biswas
New Update
zelenskyy

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বেসামরিক শহর ও অবকাঠামো লক্ষ্য করে রেকর্ড সংখ্যক আকাশপথে হামলা চালিয়েছে। তিনি এই বিপুল হামলার মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগী দেশগুলির কাছে আরও দ্রুত সামরিক সহায়তা পৌঁছনোর দাবি জানিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর বার্তায় রাশিয়ার আক্রমণের ভয়াবহতার পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি জানান, জরুরি পরিষেবা কর্মীরা প্রায় প্রতিদিন, এমনকি রাতের বেলায়ও এই হামলার ফল মোকাবিলা করছেন।

zelenskyy

প্রেসিডেন্টের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেবল এই সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে, ১. ১,৬০০টিরও বেশি আক্রমণকারী ড্রোন (Attack Drones)। ২. প্রায় ১,২০০টি গাইডেড এরিয়াল বোমা (Guided Aerial Bombs)। ৩. বিভিন্ন ধরনের প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র (Missiles)।

জেলেনস্কি বলেছেন, এই হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু হলো সেই সমস্ত পরিকাঠামো, যা ইউক্রেনের দৈনন্দিন জীবনযাত্রা সচল রাখে (যেমন বিদ্যুৎ কেন্দ্র, জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদি)।