/anm-bengali/media/media_files/2025/07/02/screenshot-2025-07-02-am-2025-07-02-02-35-23.png)
নিজস্ব সংবাদদাতা: এবার ধামাকাপূর্ণ বার্তা দিলেন জেলেনস্কি। ইউক্রেন ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ডেনমার্কে, আন্তর্জাতিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে যাতে যৌথভাবে অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করা যায় — এমনটাই জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
j/anm-bengali/media/post_attachments/a1d3e15e-5e1.png)
তিনি বলেন, “আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে — এবং আমাদের অংশীদাররাও তা নিশ্চিত করেছেন — যে নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার জন্য সত্যিই কষ্টকর হয়ে উঠছে। যদি এই চাপ আরও বাড়ে, তাহলে রাশিয়া শুধু ফ্রন্টলাইন বা প্রতিবেশীদের প্রতি ঘৃণার বাইরে অন্য কিছু ভাবতে বাধ্য হবে।” জেলেনস্কির মতে, আন্তর্জাতিক সহযোগিতা এবং চাপ বজায় রাখা হলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। ইউক্রেন বর্তমানে সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করায় মনোনিবেশ করছে।
⚡️Ukraine is preparing for international meetings in Europe, including in Denmark, to discuss joint weapons production and investments in defense, — President Zelensky said.
— BLYSKAVKA (@blyskavka_ua) July 1, 2025
“We have clear information — and our partners confirm it — that sanctions are truly painful for Russia.… pic.twitter.com/xXrGX9Pfh2
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us