/anm-bengali/media/media_files/2025/04/26/Rm3WGa0XKmbpqsttn8D1.webp)
নিজস্ব সংবাদদাতা : পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৫ মিনিটের জন্য হঠাৎ হওয়া এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
/anm-bengali/media/media_files/2025/04/26/FfpqQAjY1gNSR4mAzrMF.jpg)
উল্লেখ্য, আমেরিকা এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তিচুক্তির চেষ্টা চালাচ্ছে। শোনা যাচ্ছিল, ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির আরও একটা বৈঠক হতে পারে। কিন্তু, সেন্ট পিটার্স থেকে ট্রাম্পের বিশাল মোটরকেড যখন সরাসরি বিমানবন্দরের দিকে রওনা দিল, তখনই বোঝা গেল দ্বিতীয় বৈঠক আর হচ্ছে না।
এর মধ্যেই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল — রাশিয়া-ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনা।
/anm-bengali/media/media_files/2025/04/26/vtNEENvoexrZ99ddXN0B.webp)
এদিকে রোমে জেলেনস্কি তার কূটনৈতিক মিশন চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা একটি ছবি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে, জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একান্তে কথা বলছেন। এছাড়া, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের সঙ্গেও জেলেনস্কির দেখা করার কথা রয়েছে। এরপর তিনি দেশে ফিরবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us