রাশিয়ার তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞায় মাসে প্রায় ৫ বিলিয়ন ডলার ক্ষতি — জানালেন জেলেনস্কি

“রসনেফট ও লুকওইল-এর ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানির ৫৬-৫৭% প্রভাবিত করবে,” ইউক্রেন প্রেসিডেন্টের দাবি | চীনের ভূমিকা নিয়েও গুরুত্বারোপ।

author-image
Aniket
New Update
G4henegWwAAVckF

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার তেল খাতের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে নতুন তথ্য প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গোয়েন্দা প্রধান ইভানিউশচেঙ্কোর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, রাশিয়ার তেল কোম্পানি রসনেফট (Rosneft) ও লুকওইল (Lukoil)-এর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ফলে রুশ ফেডারেশন প্রতি মাসে প্রায় ৫ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে।

zelenskyy

জেলেনস্কি আরও বলেন, “আমাদের আন্তর্জাতিক অংশীদারদের হিসাব অনুযায়ী, এই নিষেধাজ্ঞা রাশিয়ার মোট তেল রপ্তানির প্রায় ৫৬-৫৭ শতাংশকে প্রভাবিত করবে। এটি রুশ অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলবে এবং তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কমাবে।”