New Update
/anm-bengali/media/media_files/KoUhVsYI2w97iHiLyFpK.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা পূর্বেই দিয়েছেন জেলেনস্কি। এরই মধ্যে এবার রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে যে তারা, মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ান উপদ্বীপ এবং আশেপাশের কৃষ্ণ সাগরের ওপরে রাতারাতি ১৯ টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার বেলগোরোড এবং ওরিওল অঞ্চলেও লক্ষ্য করা গিয়েছে বলে রাশিয়ার তরফে জানানো হয়েছে। ফলে ইউক্রেন এবার রাশিয়াকে লক্ষ্য করে হামলার পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকেই মনে করছেন।
#BREAKING Russia says 19 Ukrainian drones destroyed over Crimea, Black Sea pic.twitter.com/bmaEyjoiue
— AFP News Agency (@AFP) September 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us