New Update
/anm-bengali/media/media_files/2025/03/03/1000165006-455922.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ইউরোপের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে যেসব “সন্দেহ” দেখা দিচ্ছে, তা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যকার সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে।
তিনি বলেন, "বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ইউরোপকে আরও সংহত ও কৌশলগতভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়"।
Ukraine's President Volodymyr Zelensky said Thursday that "doubts" about the US stance toward Europe highlighted the needed to strengthen cooperation through the European Union and NATO. https://t.co/OGFkfGtdcLpic.twitter.com/cZU43CBU0j
— AFP News Agency (@AFP) July 3, 2025