New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ইয়েমেন থেকে পাঠানো কিছু ড্রোনকে মাঝ আকাশেই প্রতিহত করলো ইসরায়েল, আজ এমনটাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। তবে ড্রোনটি ইসরায়েলি সীমান্তে প্রবেশ করেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, “প্রোটোকল অনুযায়ী এবারে কোনও সাইরেন বাজানো হয়নি, কারণ ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় ঢোকেনি।” ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)-এর দাবি তারা পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও কঠিন প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/07/pYLo2txPnxYcdcALUr0G.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us